ভারত

সব ভারতীয়ের কাছে আদর্শ বঙ্গবন্ধু: মোদি

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ৫:০৭:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ভারতীয়ের আদর্শ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এক টুইটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেন মোদি। 

টুইটে মোদি লিখেন, মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।

এদিকে মুজিববর্ষ উদযাপন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যৌথ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে থাকবেন মোদি।

ঢাকা সফরের সময় নরেন্দ্র মোদি বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

আরও খবর

Sponsered content

Powered by