আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সংক্রমণ ১৭ লাখ ছাড়াল, প্রাণহানি লাখ ছুঁই ছুঁই

  প্রতিনিধি ২৬ মে ২০২০ , ১১:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

করোনার আঘাতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গতকালের ন্যায় কমেছে প্রাণহানি। তবে সংক্রমণ আগের মতোই অব্যাহত থাকায় যে কোন সময় তা পূর্বের ভয়ানক রূপ দেখাতে পারে। 

ইতিমধ্যে দেশটিতে ১৭ লাখ ছাড়িয়েছে সংক্রমণ। যাতে প্রাণহানি এক লাখ ছুঁই ছুঁই। ভাইরাসটি ছড়ানোর চার মাসের ব্যবধানে এতো মানুষকে হারাতে হবে, তা ধারনার বাহিরে মার্কিনিদের। কার্যকরী কোন ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় এখনও বেড়েই চলেছে প্রাণহানি। 

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে গত একদিনে ১৯ হাজার ৭৯৮ জন মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৬ হাজার ২২৬ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৫০৪ জনের।  ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ৯৯ হাজার ৮০৪ জনে ঠেকেছে। 

আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটা কম হলেও বেঁচে ফিরেছেন ৪ লাখ সাড়ে ৬৪ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৭ হাজার ১১৪ জন।

করোনার সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে নিউইয়র্ক শহরের বাসিন্দা। যেখানে প্রাণহানি ২৯ হাজার ৩১০ জন। আক্রান্ত ৩ লাখ ৭২ হাজারের বেশি। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ১ লাখ সাড়ে ৫৬ হাজারের বেশি আক্রান্তে প্রাণ গেছে ১১ হাজার ১৫৫ জনের। 

ইলিনয়সে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ১২ হাজার ছাড়িয়েছে। যেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৮৪ জনের। ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্যকে পেছনে ফেলে আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে আক্রান্ত প্রায় সাড়ে ৯৬ হাজার ৮৬৮ জন মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৮০৯ জনের। 

এদিকে, করোনাঘাতে যুক্তরাষ্ট্রের পরই টালমাটাাল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গত রোববার (২৪ মে) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়।

আরও খবর

Sponsered content

Powered by