খুলনা

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৪:৫২:০১ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

খুলনার পাইকগাছায় র‍্যালী, আলোচনা সভা, সনদপত্র,গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,সাংবাদিক মোঃ ফসিয়ার রহমান, উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দিন আহম্মেদ, আলাউদ্দিন রাজা, আশরাফুল ইসলাম সবুজ , মাজহারুল ইসলাম মিথুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে, রবীন্দ্রনাথ মন্ডল, রতন হালদার, কাউন্সিলর তৈয়েবুর রহমানসহ দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।নুষ্ঠানে ১১জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে ৫ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক, ৩০জনকে সনদপত্র ও বিভিন্ন ব্যক্তিদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by