শিল্প-সাহিত্য

বইমেলায় জবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ “ভৈরব পাড়ের কন্যা”

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২১ , ৯:৪৯:৫০ প্রিন্ট সংস্করণ

জবি সংবাদদাতা:

 

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, তরুণ কবি মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ “ভৈরব পাড়ের কন্যা”। তার রচিত প্রথম এই কাব্যগ্রন্থটি প্রকাশ করছে বেহুলা বাংলা প্রকাশনী।

 

কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি জানান, সবার জীবনেই আছে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা ইত্যাদি। তাইতো মানুষের সেই অনুভূতিগুলো নিয়ে লেখা হয়েছে এই কাব্যগ্রন্থটি। গ্রন্থটিতে আছে প্রেম, প্রকৃতি, নারী, বিরহ, বেদনা ইত্যাদি। যদি কবিতাগুলো পাঠকের অনুভূতিকে স্পর্শ করতে পারে, তবে কবি হিসেবে আমার সাধনা সার্থক হবে।

বইটির নামকরণ বিষয়ে তিনি জানান, দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের কাল্পনিক কোনো এক কন্যাকে কেন্দ্র করে বইটির নামকরণ করা হয়েছে- “ভৈরব পাড়ের কন্যা”।

 

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের পর থেকে বইটি পাওয়া যাবে বইমেলায় বেহুলা বাংলা প্রকাশনীর ৫২১, ৫২২, ৫২৩ নং স্টলে। এছাড়াও রকমারি ডট কম- এ অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে কেউ চাইলে বইলে সংগ্রহ করতে পারবেন।

Powered by