রাজধানী

মালিবাগ পুলিশ বক্সের কাছে বাসে আগুন

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২১ , ৭:০৭:১০ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মালিবাগের রেলক্রসিং এলাকায় আজ শনিবার দুপুরে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি : সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর মালিবাগের রেলক্রসিং এলাকায় তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিকেলে বিষয়টি জানিয়েছেন হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলিম। তিনি আরও বলেন, ‘মালিবাগ রেলক্রসিংয়ের পাশে একটি পুলিশ বক্স আছে। সেখানে হঠাৎ তুরাগ পরিবহনের যাত্রীবাহী ওই বাসে আগুন লাগে। পরে যাত্রীরা নিরাপদে বের হয়ে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে আব্দুল আলিম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। বাসের ড্রাইভার ও হেলপারের সঙ্গে কথা বলে জেনেছি, যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন লাগতে পারে। কেউ আগুন দিয়েছে, এ ধরনের তথ্য আমরা এখনও পাইনি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

‘বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তায় যাত্রীরা দ্রুত নেমে যায়। কেউ কেউ জানালা ভেঙেও নেমে পড়ে’, যোগ করেন এএসআই।