রাজধানী

পশুর হাট তদারকিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯ টিম

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২১ , ১১:৫০:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ জন্য নয়টি মনিটরিং টিম গঠন করে নয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত কোরবানির পশুর হাটে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অপরদিকে, ঢাকা দুই সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতরের চারটি মনিটরিং টিম, ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কাজ করবে।

 

Powered by