রাজশাহী

শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন গাভী প্রদান

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২১ , ৮:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

ভিক্ষুক পুনবার্সনের জন্য বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ জন ভিক্ষুককে ৩টি গাভী প্রদান করা হয়েছে। শিবগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড ও উপজেলা পরিষদ চত্বরে পৌর এলাকার পাইকপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী কাজলী বিবি (৭০), আঁচলাই গ্রামের মজিবুর রহমান (৬৪) ও কাজীপুর গ্রামের আকলিমা বেগম (৬৫) দীর্ঘদিন যাবৎ ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করে আসছে।

বিষয়টি জন প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের নজরে এলে সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষুক ও পুনবার্সনের অর্থায়নে ৩জন ভিক্ষুককে পুনবার্সনের লক্ষ্যে ১টি করে গাভী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।

আরও খবর

Sponsered content