ভারত

মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় দফায় নোটিশ

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২১ , ৪:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

২৮ মার্চ এবং ৭ এপ্রিল প্রচার সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে এই নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। বার বার শো-কজ করেও কোনও লাভ হবে না মমতার এমন বক্তব্যের পরপরই দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হয়।

শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। অন্যথায়, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, হুমকি এবং সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টিতে ইন্ধন জোগানোর দায়ে মমতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কমিশন।

এদিকে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটের আগ মুহূর্তে মিঠুন চক্রবর্তী, দেবসহ তারকারা প্রচারণা চালিয়েছেন। পঞ্চম দফা ভোটের প্রচারও পুরোদমে চলছে। চলছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারীর বাকযুদ্ধ।