প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১ , ৭:৩০:০৭ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, উপ-সহকারী কৃষি অফিসার মোবারক আলী, দেবাশীষ মোদক, আব্দুল মওলা, আফরুজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।