আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ৭৪ হাজার মৃত্যু, আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ১০:৪১:৪৫ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন মানুষ।একদিনেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ১৪২ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৫৪ জনে এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫২২৯ জন।

ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, মোট মৃত্যু হার ২১ শতাংশ হলেও এর হার বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনেই মারা গেছে ১২৫৫ জন। মোট মৃত্যু ১০ হাজার ৮৭১। নতুন আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৩১।

২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই আছে ফ্রান্স। দেশটিতে নতুন ৫ হাজার ১৭১ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ৮ হাজার ৯১১ জন। একদিনেই মারা গেছে ৮৩৩জন।

ইউরোপের অপর দুই দেশ স্পেন এবং ইতালিতেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশদুটিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৭০০ এবং ৬৩৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ইতালিতে সব মিলিয়ে মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন। করোনায় এত মৃত্যু আর কোনো দেশে হয়নি। মৃত্যুর আধিক্যের দিক দিয়ে দ্বিতীয় দেশ স্পেন। দেশটিতে ১৩ হাজার ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য মিলেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় জার্মানিতে ২২৬ জন, যুক্তরাজ্যে ৪৩৯, ইরান ১৩৬, বেলজিয়ামে ১৮৩, নেদারল্যান্ডসে ১০১ জন এবং তুরস্কে ৭৫, ব্রাজিলে ৭৮, সুইডেনে ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে ৪ জন ব্যক্তি করোনায় মারা গেছে।

আরও খবর

Sponsered content

Powered by