রাজশাহী

সিরাজগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ আটক ২

  প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৬:৩০:৫১ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়ন থেকে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়কালে ২ আন্ত:জেলা চোরকে আটক করেছে পুলিশ। এ সময় ৩টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা এলাকায় অভিযান চালিয়ে হেলাল শেখের বাড়ি থেকে চোরাই মোটর সাইকেলসহ ২জনকে আটক করা হয়।

আটকরারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের নিয়োগীবাড়ী এলাকার হেলাল শেখের ছেলে আশরাফুল শেখ (২০) ও ফজল শেখের ছেলে হেলাল শেখ (৪০)। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) অপু কুমার ঘোষ সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করে জানান, মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে হেলাল শেখের বাড়িতে ৭/৮জন ব্যক্তি চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করছে এমন অভিযোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা চোররা পালিয়ে গেলেও তিনটি মোটর সাইকেলসহ ২ আন্ত:জেলা চোরকে আটক করা হয়।