ময়মনসিংহ

ধোবাউড়ায় স্কুল-ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ৭ জুন ২০২১ , ৭:৪০:৫০ প্রিন্ট সংস্করণ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ধোবাউড়া সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান শুভ ও চঞ্চলের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেন শুভ ও চঞ্চলের সহপাঠীরা। এ সময় বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী তানসেন। প্রসঙ্গত গত রবিবার ধোবাউড়া স্কুল থেকে বের হওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে শাকিল ও তার লোকজন স্কুল-ছাত্র মেহেদী হাসান শুভ ও চঞ্চলকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় আহত মেহেদী হাসান শুভর মা শামসুন্নাহার বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।

এ বিষয়ে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে বাদীর কাছ থেকে জেনে নিতে বলেন।

আরও খবর

Sponsered content