রাজশাহী

নওগাঁয় করোনাকালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

  প্রতিনিধি ২৩ জুন ২০২১ , ৯:২১:১৪ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর আহবানে নওগাঁয় যমুনা ব্যাংকের আর্থিক সহযোগিতায় দ্বিতীয় দফায় করোনাকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নগদ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন ছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের পরিচালক ও বেলকোন গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নওগাঁ শহরের ভিডিও গ্রাফার, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রাইভেট শিক্ষক, শিক্ষার্থী, অসুস্থ ব্যাক্তি, ডেকোরেটর শ্রমিক ও অসহায় ৩৫০ জনকে নগদ ২ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।