রংপুর

ভুরুঙ্গামারী সীমান্তে ২ চোরাকারবারী আটক

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

ভুরুঙ্গামারীর কেদার সীমান্তে ভারতীয় ১৩৫০ কেজি চা পাতি ও ৬ বস্তা চৈ পানের গাছসহ ২ চোরাকারবারীকে আটক করে কচাকাটা থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

উপজেলার বলদিয়া ইউনিয়নের পুর্ব কেদার গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জরিমুল্লাহ (৫০) ও কেদার ইউনিয়নের সাহেবের খাস গ্রামের হাসান আলীর পুত্র শাহজালাল দীর্ঘদিন থেকে ভারত থেকে চা পাতি ও চৈ পানের গাছ এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

শনিবার ভোর ৬ টার দিকে দুজনে পণ্যগুলো ভটভটি দিয়ে পাচার করে নিয়ে যাচ্ছিল। এ সময় কাশিম বাজারের নিরাপত্তা কর্মীরা আটক করে কচাকাটা পুলিশকে সংবাদ দেয়।

পরে এসআই সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশ আটকদের থানায় নিয়ে যায়। এলাকাবাসী জানান, আটক জরিমুল্লাহ কেদার বিজিবি ক্যাম্পের সোর্স হিসাবে কাজ করে। কচাকাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by