রাজশাহী

দুপচাঁচিয়ায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত চাষিরা

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ৭:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার দুপচাঁচিয়ায় এবার ১২ হাজার ২শ হেক্টর জমিতে রোপা আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বীজতলা প্রস্তুত করা হয়েছে ৬শ ২০ হেক্টর। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এ উপজেলায় বেশির ভাগ জমিতে চাষি স্বর্ণা, রঞ্জিত ও কাটারী ধানের চারা রোপণ করে। ইতিমধ্যে এ উপজেলায় ৪০ ভাগ জমি রোপণ করেছে চাষিরা। বর্তমানে তারা জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার নওদাপাড়া গ্রামের কৃষক ওয়াজেদ আলী ও দেবখন্ড গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, তাদের মাঠের জমিতে ধানের আবাদ ভালো হয়। বর্তমানে তাদের বেশির ভাগ জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। অল্প কিছু নিচু জমি আছে সে সব জমি রোপণের জন্য তারা ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, দুপচাঁচিয়া উপজেলায় এবার ১২ হাজার ২শ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সঠিক সময়ে আমন ধান রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে ধানের উৎপাদন ভালো হবে এবং চাষিরাও লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by