রাজশাহী

সোনাতলায় দুর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২১ , ৮:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার সকালে বগুড়া’র সোনাতলা পৌর এলাকার হরিজন পাড়ায় দুর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা পরিষদের অর্থায়নে মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, জেলা পরিষদের কার্য সহকারী শিহাব উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠানের মেসার্স আম্মাজানের প্রোপাইটর মামুনুর রশিদ, পাকুল্লা ইউনিয়ন পরিষদের সচিব আমিরুল ইসলাম, আ.লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা রুহুল আমিন টিটু, লায়েল, মোনারুল ইসলাম, ছাত্রলীগ নেতা নুরুন্নবী, পরাগ, মন্দির কমিটির সভাপতি সুধীর বাঁশফোর, সহ-সভাপতি সোহেল বাঁশফোর, সাধারণ সম্পাদক সাগর বাঁশফোর প্রমুখ।

আরও খবর

Sponsered content