খেলাধুলা

লিটনের অর্ধশতকে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি

  প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ৫:০৩:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গত বছরের বাজে পারফরম্যান্সের কারণে সর্বশেষ পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তবে বিপিএল মাতিয়ে আবারও দলে জায়গা করে নিতে দেরি করেননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই খেলেছেন ৬০ রানের দারুণ এক ইনিংস। বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে লিটনের হাফ সেঞ্চুরি এবং আফিফ হোসেনের ২৫ রানের সুবাদে ৮ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। পেসার ফজল হক ফারুকির ইয়র্কা বলে পরাস্ত হয়েছেন নাইম শেখ। বাঁহাতি এই পেসারের বল লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাত্র ২ রানে আউট হয়েছেন তিনি। যদিও শুরুতে আম্পায়ার তাকে আউট দেননি।

যদিও রিভিউ নিতে দেরি করেননি মোহাম্মদ নবি। তাতে সাজঘরে ফিরতে হয়েছে নাইমকে। । বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ২রানে। ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি মুনিম শাহরিয়ার। ফজল হককে চার মেরে রানের খাতা খোলা অভিষিক্ত মুনিম আউট হয়েছেন ১৭ রানে। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন তিনি। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ডানহাতি এই ওপেনারের।

থিতু হতে পারেননি চারে নামা সাকিব আল হাসানও। কায়েস আহমেদের বলে সুইপ করতে গিয়ে মুজিব উর রহমানের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার, আউট হয়েছেন ৫ রানে। সাকিবের মতো থিতু হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদও। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ১০ রান করা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

এদিন শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকেন লিটন দাস। ওয়ানডে ও টেস্টের পর টি-টোয়েন্টিতেও ফর্ম ফিরে পেতে শুরু করেছেন ডানহাতি এই ব্যাটার। রশিদের বলে এক রান নিয়ে ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেছেন লিটন। জমে উঠে আফিফ হোসেনের সঙ্গে লিটনের পঞ্চম জুটি। তবে হাফ সেঞ্চুরির পর ফজল হকের স্লোয়ার বল লেগ সাইডে খেলতে গিয়ে আসমতউল্লাহকে ক্যাচ দিয়েছেন লিটন।

৪৪ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলে লিটন ফিরলে ভাঙে আফিফের সঙ্গে ৪৬ রানের জুটি। লিটন ফেরার পর টিকতে পারেননি আফিফও। পরের ওভারে আসমতউল্লাহর বল তুলে মারতে গিয়ে ২৫ রানে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। মুনিমের মতো অভিষেক রাঙাতে পারেননি ইয়াসির আলী রাব্বিও।

এক চারে ৭ বলে ৮ রান করা ইয়াসির রান আউট হয়েছেন রশিদের দুর্দান্ত থ্রোতে। ইনিংসের এক বল বাকি থাকতে রান আউট হয়েছেন ৫ রান করা শেখ মেহেদি হাসান। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আসমতউল্লাহ এবং ফজল হক।

Powered by