রাজশাহী

আত্রাই নদীতে ডুবে যাওয়ার ২২ ঘন্টা পর সেই দম্পতির লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২১ , ৬:০৮:৫৭ প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়ার ২২ঘন্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আত্রাই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত স্বামী পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী সোমা আক্তার মিলি (১৮) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা।

পারভেজ-মিলি মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে দুলাভাই জুয়েল হোসেনের বাড়িতে গত শনিবার বেরাতে আসে। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামচন্দ্রপুর মধ্যপাড়া আত্রাই নদীর ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পারভেজের স্ত্রী সোমা বেগম নদীর গভীরে ডুবে যেতে লাগলে তাকে বাঁচাতে স্বামী পারভেজ হোসেন এগিয়ে গেলে উভয়েই নদীর পানিতে ডুবে যায়।

স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে ব্যর্থ হন। খবর পেয়ে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেন। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৫০০ মিটার দূরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদী থেকে পারভেজ-মিলির লাশ উদ্ধার করেন ডুবুরি দল। তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content

Powered by