দেশজুড়ে

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সীতাকুন্ডে পোনামাছ অবমুক্ত

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৭:১২ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুন্ডে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির সাড়ে ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। অনুষ্ঠানে উপজেলার ২৮ টি পুকুরের জন্য বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়। মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমদ, ক্ষেত্র সহকারী মোহাম্মদ আলী, রুহুল আমিন,কাজী ছাব্বির আহম্মদ প্রমুখ। প্রধান অথিতি বলেন, মৎস চাষের মাধ্যমে বেকারত্ব দুর করে কর্মসংস্থান সৃষ্টি করে সাবলম্বী হওয়া সম্ভব। তাই মৎস সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধ দেশ গড়ার বিকল্প নেই।

আরও খবর

Sponsered content

Powered by