রাজশাহী

‘বিএনপি-জামাত অলিখিত ভাবে শারদীয় উৎসব নিষিদ্ধ করেছিলো’

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২১ , ৫:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ

লালপুর(নাটোর) প্রতিনিধি:

নাটোর-১( লালপুর -বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি বলেন, বিএনপি -জামাত বঙ্গবন্ধুর অসা¤প্রদায়িক বাংলাদেশে অলিখিত ভাবে শারদীয় উৎসব নিষিদ্ধ করেছিলো। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থে হিন্দু স¤প্রদায়ের উপর অমানুষিক নির্যাতন করেছে।অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয় সংখ্যালঘুদের যায়গা জমি দখল করেছে।তারা এই দেশ কে তালেবানী উপনিবেশ বানাতে চায়।তারা ধর্মের হানাহানি চায়।আমরা এই দেশে পাকিস্তানি দুঃশাসন দেখেছি।

ধর্মের উপর ভিত্তি করেই পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হয়েছিলো। তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এদেশের মানুষকে শোষণ করেছে।কিন্তু জাতির জনক একটি অসা¤প্রদায়িক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন।

সেই  অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিএনপি জামায়াত সা¤প্রদায়িকতা বিষ বাষ্প ছড়াতে চায়।তারা আমাদেরকে পাকিস্তান আফগানিস্থানের মতো গোড়ামী জাতী বানিয়ে ঘোলা পানিতে স্বার্থ হাসিল করতে চায়।কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ তা কখনোই হতে দেবে না।এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার।এদেশের সংবিধানে সবার সমান অধিকার আছে।এখানে কাউকে সংখ্যালঘু ভাবা যাবে না।

রোববার দুপুরে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তারের সভাপতিত্বে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জিআর (চাল) এর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান। এ বছর উপজেলার ৪৩ টি মন্দিরে জিআর(চাল) এর বরাদ্দ প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content