প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২১ , ৭:২৫:১৭ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : সোমবার বিকেলে বগুড়ার কাহালুর রেলঘুমটি সংলগ্ন (উলট্র মাঠে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক রাহেলা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প বগুড়া ও রাজশাহী অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) এ কে এম মফিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু কৃষি স¤প্রসারণ অফিসার ধীমান ভূষন, রাকিব হাসান, উপ-সহকারি কৃষি অফিসার জাহিদুর রহমান (জাহিদ), উদ্ভিদ ও সংরক্ষণ উপ-সহকারি অফিসার মাসুদ রানা, কুষকদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম।