প্রতিনিধি ১ নভেম্বর ২০২১ , ৭:০২:৩৫ প্রিন্ট সংস্করণ
সাইফুল ইসলাম শুভ, গাজীপুর সদর প্রতিনিধি:
সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকার নিটল টাটা মোটরসের সামনে এ ঘটনা ঘটে।
নিটল টাটা শোরুমের শ্রমিক আবু তালেব ও নিরাপত্তাকর্মী খলিলুর ভোরের দর্পণ নিউজকে জানান, সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিল। পথে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে শ্রীপুরের তালতলী এলাকার মোস্তফা কামালের মেয়ে কনা আক্তার (২০) ঘটনাস্থলেই মারা যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন।
আনুমানিক ৪০ বছর বয়সী অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
মাওনা হাইওয়ে থানার এসআই হাদিউল ইসলাম ভোরের দর্পণ নিউজকে জানান, সৌখিন গাড়িটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।