প্রতিনিধি ৬ নভেম্বর ২০২১ , ৬:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনধি : শনিবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর আয়োজনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র ও দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহেদুর রহমান ওহেদ, সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, আক্তারুল ইসলাম রাঙ্গা, মো. ওবায়দুল্লাহ, ভারপ্রাপ্ত শিক্ষক খায়রুল আলম, শাহাদাৎ ইসলাম, আরজিনা, সুবর্ণা প্রমুখ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. শাহ্ আলম। স্কুলের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রী নাবিলা আসিমা রিমি ও সুমন ইসলাম। মানবপত্র পাঠ করেন ওহিদা আক্তার মিলি।