প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২১ , ৬:২৭:২০ প্রিন্ট সংস্করণ
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি (বুধবার) গোপালগঞ্জ সদর উপজেলার আওতাভুক্ত ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মমতাজ-আল-শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান, রিটার্নিং কর্মকর্তা মো. সেকেন্দার সেখ, সোহেল মো. জিল্লুর রহমান রিগান, এস. এম. আরমান, এস. এম. মোর্শেদ, জ্যোতি প্রকাশ মল্লিক, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রদত্ত আচরণবিধি পরিপূর্ণভাবে মেনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, দ্বিতীয় ধাপে গত ১৪ নভেম্বর কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের এবং তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন যেমন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ঠিক তেমনি ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলায়ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।