আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ আগুন (ভিডিও)

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৫:৫২:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সেখান থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তা জেপি স্মিথ বিবিসিকে জানিয়েছেন, আগুন নেভাতে একাধিক অগ্নিনির্বাপক গাড়ির মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। নিরাপত্তার স্বার্থে পার্লামেন্ট ভবনের আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষকে। আগুন লাগার কারণ এখনও উদঘাটন করা যায়নি।

জরুরি বিভাগের এক মুখপাত্র ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমরা যতটুকু জানি আগুন ভবনের তিনতলায় ছড়িয়েছে। ভবনের জিমেও আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিসের ভেতর থেকেই আগুনের সূত্রপাত।

ভিডিওটি দেখুন-