দেশজুড়ে

বার খোলার অনুমতি পেল আবাসিক হোটেলগুলো

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২০ , ১১:১৩:১৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের বারগুলো বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অবশেষে বার খুলে দেয়ার অনুমতি দিল তারা। তবে খোলা যাবে শুধু আবাসিক হোটেলের বারগুলো। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধিদফতরের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, করােনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩১ মার্চ, ২০২০ তারিখের স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে হােটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।

বর্তমানে শুধু আবাসিক হােটেলের বারসমূহের (যে সকল হােটেলে আবাসন ব্যবস্থা ও বার রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেয়া হলাে।

আরও খবর

Sponsered content

Powered by