প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২২ , ৮:১২:০৫ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : মঙ্গলবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কহালু উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, রওশন আকতার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম প্রমুখ।