বাংলাদেশ

জাতীয় সরকারের বিকল্প নেই: জাফরুল্লাহ চৌধুরী

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৫:৫৭:৫০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, জাতীয় সরকারের কোনো বিকল্প নেই।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন তিনি এ মন্তব্য করেন।

জাতীয় মানবাধিকার সমিতির নারায়ণগঞ্জ জেলা কমটির নির্বাহী সদস্য মোছা. মোরশেদা বেগম ও তার পরিবারের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই করতে পারবেন না। এতে করে একদিকে অর্থ ব্যয় অন্যদিকে সময় ব্যয়। এতে জাতির কোনো কল্যাণ বয়ে আসবে না।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় শীর্ষ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানিয়ে তিনি বলেন, আমার চারপাশে যারা রয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের আঘাতে রক্তাক্ত হয়েছে। অথচ থানায় মামলা হলেও এখনো আসামিরা কেন গ্রেফতার হচ্ছে না। কারা তাদের পৃষ্ঠপোষকতা করছে? তাদের গডফাদারসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আরও বক্তব্য দেন মোর্শেদা বেগম, আনোয়ার হোসেন অনু, আব্দুল্লাহ, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম কাজল প্রমুখ।

আরও খবর

Sponsered content