রাজশাহী

জয়পুরহাটে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২১ , ৬:৫৭:০৪ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি : শব্দ দুষণ রোধকল্পে শিক্ষার্থীদের করণীয় নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এতে শব্দ দূষণের কারণে মানব ও প্রাণীকূলের স্বাস্থ্য ঝুঁকির বিভিন্ন দিকগুলো নিয়ে একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার উপ পরিচালক আসাদুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিউদ্দিন জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাসের সঞ্চলনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট সরকারী কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল জলিল, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা হাসপাতালের আরএমও ডা. শাহীন রেজা, ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম প্রমূখ।

 

আরও খবর

Sponsered content

Powered by