শিক্ষা

জাবিতে ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২২ , ৬:৩৪:৪০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা সশরীরে শুরু হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলমান থাকবে।

গতকাল রবিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেয়া যাবে। এতে বিভাগগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে ২২ জানুয়ারি সারাদেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়।

আরও খবর

Sponsered content

Powered by