বরিশাল

লালমোহনে মৎস্যজীবীদের মাঝে গাভী বিতরণ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ৬:১৩:১৩ প্রিন্ট সংস্করণ

মনজুরুল আলম,লালমোহন ভোলা :

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অদূর ভবিষ্যতে দেশে ত্রাণ বা অনুদান নেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে বাড়বে মাথাপিছু আয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে জেলেদের মাঝে গাভী (বকনা বাছুর) বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যার সুফল পাচ্ছে সব শ্রেণি-পেশার মানুষ।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।

আরও খবর

Sponsered content