আন্তর্জাতিক

অনাস্থা প্রস্তাব খারিজ ত্রুটিপূর্ণ ছিল: পাকিস্তানের প্রধান বিচারপতি

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ৭:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল বলেছেন, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি যে সিদ্ধান্ত দিয়েছেন, তা স্পষ্টতই ত্রুটিপূর্ণ ছিল।

আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপি বলেছেন, সুরির দেওয়া আদেশে সংবিধানের অনুচ্ছেদ ৯৫ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আসল প্রশ্ন হলো, সামনে কী ঘটবে। এখন কীভাবে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে পিএমএল-এন কৌঁসুলি এবং পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) খালিদ জাভেদ খান হবে আদালতকে পরামর্শ দেবেন।’

আদালত আজকেই রায় দেবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে’।

সিজেপি বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার এবং বিচারপতি মন্দোখেলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের বেঞ্চ ডেপুটি স্পিকারের রায়ের বৈধতা এবং  প্রেসিডেন্টের  পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি পুনরায় শুরু করেছে।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার কাসিম সুরি খারিজ করলেও, সুপ্রিম কোর্টের শুনানিতে দেওয়া আদেশের কপিতে স্পিকার আসাদ কায়সারের সই দেখা গেছে। আজ শুনানি চলাকালে বিচারপতি জামাল খান মান্দোখেল বিষয়টি নজরে আনেন।

আরও খবর

Sponsered content