রংপুর

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের কৃষক মাঠ দিবস

  প্রতিনিধি ১৬ মে ২০২২ , ৮:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের প্রদর্শনীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সোমবার সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর ইক্ষু খামার মাঠ প্রাঙ্গনে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভার শুরুতে সংস্থার উপকারভোগী কৃষক খতেজা বেগমের জমির ধান কেটে এ মাঠ দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে আলোচনা সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন, বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, লাখো কন্ঠের প্রতিনিধি রেজওয়ানুল হক রিজু, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। সমাবেশে জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী নিয়ে কৃষকদের এ ধান চাষ সম্পর্কে ধারণা প্রদান করেন কৃষি কর্মকর্তারা।

 

আরও খবর

Sponsered content