প্রতিনিধি ২২ মে ২০২২ , ৭:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকার অটোচালক কুরবান আলীর (২৯) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল ২২ মে রবিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় তারা এ মানববন্ধন করে।
তারাবো বিশ্বরোড গোলচত্বর এলাকায় আয়োজিত মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার যুবলীগ নেতা আইয়ুব হোসেন। সভায় বক্তব্য রাখেন কুরবান আলীর পিতা নুর মোহাম্মদ, মাতা জোবেদা বেগম, স্ত্রী জোসনা আক্তার, সন্তান নাদিয়া আক্তার, ব্যবসায়ী জয়নাল আবেদীন, আব্দুল্লাহ, সুমন মিয়া, জোনায়েদ, যুবলীগ নেতা তানহা ইসলাম, অটোচালক সাইদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অটোচালক কুরবান আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকায় অবরোধ করা হবে।
উল্লেখ ১৬ মে রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা শ্বাসরোধে কুরবান আলীকে হত্যা করে মুড়াপাড়া ইউনিয়নের নারসিংগল মসজিদের পাশের ডোবায় ফেলে রাখে। এ ব্যাপারে কুরবান আলীর স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।