বাংলাদেশ

২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন

  প্রতিনিধি ১২ জুলাই ২০২২ , ৫:৪১:২৭ প্রিন্ট সংস্করণ

0Shares

ভোরের দর্পণ ডেস্ক:

ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর সঙ্কট এড়াতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা। সোমবার (১১ জুলাই) স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, আগামী ১৫ জুলাই থেকে ফের অধিবেশনে বসবে পার্লামেন্ট। আর ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে।

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, ১৯ জুলাই পার্লামেন্টে মনোনয়নপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। পরদিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে।

এদিকে সোমবার দেশটির রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এক বৈঠকে একমত হয়েছে যে, রাষ্ট্রের জরুরি কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সংবিধানসম্মতভাবে একটি নতুন সর্বদলীয় সরকার গঠন করা এখন জরুরি।

0Shares

আরও খবর

Sponsered content