খেলাধুলা

আমরা চাইলেই রাসেল-পোলার্ড হতে পারব না : মেহেদি

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৭:২৯:২০ প্রিন্ট সংস্করণ

শেখ মেহেদি। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

পাওয়ার হিটিং ব্যাটার না থাকায় বরাবরই টি-টোয়েন্টি ক্রিকেটে পিছিয়ে বাংলাদেশ। অন্য দেশের ক্রিকেটাররা যেখানে পেশি শক্তি ব্যবহার করে ম্যাচ জেতান, সেখানে এখনও স্কিল নির্ভর হয়ে রয়েছে টাইগাররা।

এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় মাটিতে অনুষ্ঠিত হবে আসরটিতে। কিন্তু টুর্নামেন্টটির আগে চিন্তায় রয়েছে বাংলাদেশ। যদিও এই ফরম্যাটে রাতারাতি চাইলেই পাওয়ার হিটার হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।

মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে টি-টোয়েন্টি দল। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেহেদি।

মেহেদি বলেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়।’

তিনি আরও বলে, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়তো ১০ শতাংশ এগিয়ে দেবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশকে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব।’

আরও খবর

Sponsered content

Powered by