আইন-আদালত

সম্রাটের জামিন শুনানি ২২ আগস্ট

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৫:২৪:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দুর্নীতির মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন শুনানির জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। একই দিনে মামলার অভিযোগ গঠন শুনানিরও দিন ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তার জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করেন।

প্রসঙ্গত, গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পরে গত ১৮ মে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। সেইসাথে সাত দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।