বরিশাল

পাথরঘাটায় নদীর মাটি কেটে ইট তৈরি, মালিকে জরিমানা

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২১ , ৫:৩৮:৪৮ প্রিন্ট সংস্করণ

 

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর তীর ও তলদেশ থেকে মাটি কাটার অপরাধে মেসার্স আল-মামুন এন্টারপ্রাইজ নামে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মেসার্স আল-মামুন এন্টারপ্রাইজ নামে ইটভাটাকে মোবাইল কোর্ট এর মাধ্যমে এ জরিমানা করা হয়।

 

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদ ভোরের দর্পনকে জানান, আমাদের কাছে অভিযোগ আসে মেসার্স আল-মামুন এন্টারপ্রাইজ নামের একটি ইটভাটায় বিষখালী নদীর তীর ও তলদেশ থেকে মাটি কেটে ইট তৈরি করে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে সরেজমিনে ঘুরে অভিযোগের সত্যতা পাই। ইটভাটাকে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by