বাংলাদেশ

মন্ত্রী বললেন, ‘নো খাতির’

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২১ , ৮:০৬:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

উন্নয়ন প্রকল্পের মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষতার প্রশ্নে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, নো খাতির। ভয় পাওয়ার দিন শেষ।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিষ্ঠুর পর্যালোচনা করতে হবে। এক্ষেত্রে নো খাতির। ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুইয়ে চলার দিন শেষ। স্বাধীন দেশে সবাই মাথা উঁচু করে বাঁচবেন। কাজ করবেন, মাথা উঁচু করেই চলবেন।

এ কর্মশালায় আরও বক্তব্য দেন- আইএমইডি’র অতিরিক্ত সচিব গাজী সাইফুজ্জামান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে আহসানুল্লাহ। কর্মশালায় জানানো হয়, চলতি অর্থবছরের চলমান এবং সমাপ্ত হওয়া মিলে ৩০টি প্রকল্পের নিবিড় পরীক্ষণ ও প্রভাব মূল্যায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কাজ দ্রুত করতে হবে। ফাইল ফেলে রাখলে চলবে না। যখাসময়ে শ্রেষ্ঠ মেধা প্রয়োগ করে কাজ করতে হবে। সাধারণ মানুষ না খেয়ে বা কম খেয়ে রাজস্ব জোগাচ্ছে। সেই টাকায় আমরা মোটামুটি ভালো আছি। কিন্তু আপনি যদি কাজটাই না করেন তাহলে তো কিছু হলো না।

আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, মাঝে মধ্যে ধুলিঝড় ওঠে। এটা ক্ষণস্থায়ী। বাকি সময়টা সব কিছুই পরিষ্কার দেখা যাবে। আমরা কাজ করে যাব। আগের দিনে গ্রামে দেখতাম ঘূর্ণি বাতাসের সঙ্গে ধুলিঝড় আসতো। আবার অল্প সময়েই চলে যেত। তবে এসব ঝড় থেকে আমাদের সাবধান থাকতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by