খেলাধুলা

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২২ , ৮:৩১:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

এশিয়া কাপে দুই ম্যাচে হারের পর শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।

গ্রুপপর্বে বাংলাদেশের সঙ্গে ছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ১২৬ রানে থামে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জিতে নেয় আফগানরা। বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৩ রান তুলে সাকিবরা। জবাবে শ্রীলঙ্কা জিতেছে ২ উইকেটে। তাতেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

ঢাকায় ফিরে বিমানবন্দরে মিডিয়ার সাথে কথা বলেননি দলের কেউ।

ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসের ৩০ তারিখ নিউজিল্যান্ডে যাওয়ার কথা থাকলেও সাকিবরা সেখানে যাবেন ২৪ তারিখ। মূলত কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়ার জন্যই আগেভাগে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জালাল ইউনুস।