খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের অল্প রানের পুঁজি

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২১ , ৩:৪৩:১০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

টানা তিন ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দুই ম্যাচের মতো আজও ওপেনিং জুটির ব্যর্থতায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মিডল অর্ডারেও রান উঠেনি আশা অনুরূপ। নাঈম শেখের ধীর গতির ব্যাটে পরপর তিন ম্যাচে পাকিস্তানকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে ব্যর্থ হলো স্বাগতিকরা।

আজ সোমবার সিরিজের শেষ ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১২৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে ৫০ বলে ৪৭ রানের ইনিংস খেলেন নাঈম।

শুরুতে ব্যাট করতে আসেন দুই ওপেনার নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত। সাইফ হোসেন বাদ পড়ায় তার স্থানে ওপেনিংয়ে এসেও দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৫ বলে ৫ রান করে অভিষিক্ত শাহনেওয়াজ ধানির শিকার হন তিনি।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসায় তিনে আসেন শামীম পাটোয়ারি। ক্রিজে এসেই কয়েকটি বাউন্ডারি হাঁকান তিনি। দ্রুত রান তোলার চেষ্টায় ২৩ বলে চার বাউন্ডারিতে ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় উইকেটের জুটিতে নাঈমকে সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব। তাদের ৪৩ রানের জুটি ভাঙেন ওসমান কাদির। দলীয় ১১১ রানের মাথায় ফিফটির কাছ থেকে নাঈমকে ৫০ বলে ৪৭ রানে সাজঘরে ফেরান মোহাম্মদ ওয়াসিম। শেষের দিকে কেউই তেমন রান তুলতে পারেনি। ১২৪ রানে থামে ইনিংসের গতি।

Powered by