আইন-আদালত

স্ত্রী হত্যায় বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৫:২৮:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আদালতের প্রসিকিউশন শাখায় প্রতিবেদন জমা দেন।

তিনি বলেন, মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তারসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই সাথে মামলার তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় জঙ্গিরা জড়িত দাবি করে ওই বছরের ৬ জুন মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

পরে তার মামলায় ২০২১ সালের ১২ মে তাকে তার মামলায় গ্রেপ্তার করে পিবিআই। বাবুল আক্তার এখন ফেনী কারাগারে বন্দি রয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by