রাজশাহী

সিরাজগঞ্জ নারী উদ্যোক্তাদের ৫দিন ব্যাপী শরৎ মেলার উদ্বোধন

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫০:২৬ প্রিন্ট সংস্করণ

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসট্রির নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার পণ্যের সমাহার নিয়ে আয়োজিত ৫দিন ব্যাপী শরৎ মেলা ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসট্রির সভাপতি শারিতা মিল্লাত সিআইপি‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শরৎ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা, সংরক্ষিত কাউন্সিলর রুমনা রেশমা ও রুবিনা জগৎ এর পরিচালক রুবিনা আক্তার রুপা। মুক্তামনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা পরিষদেও সাবেক সদস্য এ্যাডভোকেট কাজী সেলিনা পারভিন পান্না, মহিলা আওয়ামীলীগ নেত্রী ইদিত আরা বিউটি, সেলিনা ভানু রুমাসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content