বিনোদন

গুঞ্জন উড়িয়ে দিলেন তানজিন তিশা

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৭:৫৮:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দীর্ঘ ৯ মাস পর দেশে ফিরেই শাকিব খান বলেছিলেন, অনেক স্পেশাল খবর আছে। একে একে সেগুলো দেবেন শিগগিরই। এই ধারাবাহিকতায় মঙ্গলবার ঘোষণা এসেছে রায়হান রাফী পরিচালিত সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা জানানো হয়নি। এরপর থেকেই আলোচন  শুরু হয়ে কে হবেন শাকিব খানের নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠে এবার শাকিবের নায়িকা হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কিছু সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবরও প্রকাশিত হয়। তবে এই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! আর আমি যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করবো। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।

এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।’

জানা গেছে, সব ঠিক থাকলে সিনেমাটির শুট শুরু হবে নভেম্বরে। সিনেমাটি প্রযোজনা করছে শাকিবের এসকে ফিল্মস ও বিগ স্ক্রিন।

আরও খবর

Sponsered content