রাজশাহী

এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের ৪র্থ এজিএম অনুষ্ঠিত

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ৬:১৫:৩২ প্রিন্ট সংস্করণ

এস,এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের ৪র্থ এজিএম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ডাবিøউ এফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এজিএম সভায় এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের ২০২৩ সালের নতুন কমিটি নির্বাচন করা হয়। ২০২৩ সনের নতুন কমিটিতে প্রেসিডেন্ট এপে. মোঃ ফরিদুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ফুলাদ হায়দার খান, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মোঃ আল আমিন তালুকদার, এক্সপানশন ডিরেক্টর
এপে. এএইচ এম মহিবুল্লাহ মুহিব, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. ডেন্টিস্ট মোঃ মজনু মোল্লা, ট্রেজারার এপে. মোঃ আনছার আলী, সার্ভিস ডিরেক্টর এপে. মোঃ আব্দুস ছালাম, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপে. কামরুল হাসান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মোঃ সোহেল রানা রনি, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. আশিক আহমেদ, সার্জেন্ট এট আর্মস এপে. মোঃ কোরবান আলী, ডিজি ০৯ এপে. হেলাল আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার, ন্যাশনাল অফিসিয়াল এপে. রায়হান কবির মিঠু, ক্লাব প্রেসিডেন্ট এ এইচ এম মহিবুল্লাহ মুহিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মোঃ ফরিদুল হক নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এপেক্স ক্লাব অব পাবনার পাষ্ট প্রেসিডেন্ট এ্যাডভোকেট এপে. তৌফিক ইমাম ন্যাশনাল অবজারভার হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া এপেক্স পাবনা ক্লাবের প্রসিডেন্ট এপে. তাহমিনা খানম, এবং সেক্রেটারি এন্ড ডিএনই ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের সকল সম্মানিত সদস্যদের উপস্থিতি এবং আমন্ত্রিত বিপুল সংখ্যক পর্যবেক্ষকের অংশ গ্রহণে অনুষ্ঠানটি উৎসব মুখর ও প্রানবন্ত হয়ে ঊঠে।

আরও খবর

Sponsered content