দেশজুড়ে

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে দুই কোচ উপজাতি যুবক আহত

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৪:২৭:৩৬ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গাবাতকুচি পাহাড়ে ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে বন্য শুকরে কামড়িয়ে দুই কোচ উপজাতি যুবককে গুরুতর আহত করেছে আহতরা হলোআন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচ পাড়া গ্রামের মিন্টু কোচ (২৮)  রত্নাকর কোচ (২০)

আহতরা জানায়, সকালে বন থেকে লাকড়ী কুড়াতে পার্শ্ববর্তী বুরুঙ্গাবাতকুচি পাহাড়ে যায় এসময় একটি বন্য পাগলা শুকর তাদেরকে আক্রমন করে হাতে উড়তে কামড় দিয়ে থেতলে ফেলে তখন তাদের ডাকচিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যায় এসময়  রত্নাকর কোচকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা আপরজন মিন্টু কোচ গুরুতর আহত হওয়ায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়

বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালের চিকিৎসক সিষ্টার বাপ্তিস্ত এসএসএমআই জানান, বেলা ১২টার দিকে বন্য শুকরের কামড়ে আহত দুই কোচ উপজাতি যুবক আমাদের হাসপাতালে আসে এরমধ্যে  রত্নাকর কোচকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে আরেকজন মিন্টু কোচ তার অবস্থা গুরুতর দেখে জেলা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছি। 

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন

 

আরও খবর

Sponsered content

Powered by