খেলাধুলা

প্রধান নির্বাচকের দায়িত্ব নিলেন আফ্রিদি

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৫:২৪:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বইছে পরিবর্তনের হাওয়া। রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর নির্বাচক প্যানেলেও এসেছে বড় পরিবর্তন।

পিসিবি চেয়ারম্যান এখন নাজাম শেঠি। অন্তবর্তীকালীন নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে। নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক, রাও ইফতিখার আহমেদ এবং হারুন রশিদ।

দায়িত্ব নিয়েই আফ্রিদি দলে এনেছেন বড় পরিবর্তন। একসঙ্গে ডেকেছেন তিন বোলারকে। পিসিবি জানিয়েছে, অধিনায়ক বাবর আজমের সঙ্গে আলোচনা করে স্কোয়াডে তিন বোলার যুক্ত করেছেন আফ্রিদি। তারা হলেন পেসার মীর হামজা এবং শাহনেওয়াজ দাহানি ও অফস্পিনার সাজিদ খান।

এই সম্পর্কে আফ্রিদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী এই তিন বোলারকে নিয়ে। আশা করি তাদের অন্তর্ভূক্তি বাবর আজমকে প্রথম টেস্টের স্কোয়াড সাজাতে ভালো অপশন তৈরি করে দেবে।’

আজ (সোমবার) করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। এই টেস্টের একাদশে রাখা হয়েছে মীর হামজাকে। ৩০ বছর বয়সী এই পেসার ২০১৮ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলেছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by