বাংলাদেশ

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ১১:৩৩:৫৩ প্রিন্ট সংস্করণ

গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী ন্যাশনাল পার্ক এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দিনগত রাতে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে একদল ডাকাত মাস্টারবাড়ী ন্যাশনাল পার্ক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে গেলে ডাকাত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যান।

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content

Powered by