চট্টগ্রাম

মিরসরাইয়ে ২০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৫:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ

আশরাফ উদ্দিন, মিরসরাই:

মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান উপকরণ সহায়তা হিসেবে মিরসরাইয়ে ২০ জন মৎসজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৮ জন, মায়ানী ইউনিয়নের ৮ জন, মঘাদিয়া ইউনিয়নের ৪ জন মৎস্যজীবীর মাঝে বাছুর বিতরণ করা হয়।
বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জাকির উল ফরিদ, মৎস্য জরিপ অফিসার মাহবুবুর রহমান এবং মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।

 

আরও খবর

Sponsered content