চট্টগ্রাম

চন্দনাইশে দুই ইটভাটাকে ৬০হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ৬:০৩:১২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

নিষিদ্ধ থাকার পরও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় চট্টগ্রামের চন্দনাইশে দুইটি ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আইন অমান্য করে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিল। তাই অভিযান চালিয়ে হাশিমপুর ইউনিয়নের বিসমিল্লাহ ব্রিকস ও বার আউলিয়া ব্রিকসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে আর কাঠ ব্যবহার করবে না মর্মে মুচলেকা নিয়ে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হয়েছে। যেসব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

আরও খবর

Sponsered content